চলচ্চিত্র নির্মাণের স্বপ্নে বিভোর রানা মাসুদ
নভেম্বর ২৫, ২০২৪, ০৫:২৯ পিএম
বিজ্ঞাপনচিত্রের নির্মাতা হিসেবে বেশ জনপ্রিয় রানা মাসুদ। প্রায় ৫ শতাধিক বিজ্ঞাপনচিত্র তিনি নির্মাণ করেছেন, যার বেশিরভাগই শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের পণ্য। এর মধ্যে উল্লেখযোগ্য বিজ্ঞাপনচিত্রগুলো হলো- পারটেক্স, প্রাণ আর এফ এল ওয়াটার পাম্প, রুচি চানাচুর, রুচি ডাল, রুচি আচার, গোয়ালিনী কন্ডেন্সড মিল্ক, আরসি কোলা, ড্যনিশ কন্ডেন্সড মিল্ক, জিরা পানি, আড়ং মিল্ক, মিউচুয়াল...