সিঁদুর খেলায় মাতলেন কাজল-রানি
অক্টোবর ১২, ২০২৪, ০৬:১৫ পিএম
দেখতে দেখতে পূজা শেষ। দশমীতে মা দুর্গার বিদায়ের পালা। চোখে জল নিয়েই দুর্গাকে বরণ, শেষে সিঁদুরখেলা। মুম্বাইয়ের মুখার্জি বাড়িতেও বরণ ও সিঁদুর খেলায় মেতে উঠলেন কাজল, রানি মুখার্জী, তনিশারা। ঢাকের তালে কিছুটা নেচেও নিলেন। আর মণ্ডপেই কোলাকুলিতে মেতে উঠলেন মুখার্জি বাড়ির লোকেরা। আর সেই ভিডিও ভাইরাল এখন সোশাল মিডিয়ায়।মুম্বাইয়ে দুর্গাপূজো...