রুক্মিণীর প্রশংসায় দেব
জানুয়ারি ১১, ২০২৫, ০৩:৩৯ পিএম
বক্স অফিস কাঁপাচ্ছে দেবের ‘খাদান’ সিনেমা। সব রেকর্ড ভেঙে ব্লকবাস্টার দেবের অ্য়াকশন প্যাকড অবতার। দেবেই এখন মত্ত গোটা টলিপাড়া। কিন্তু দেবের কথায়, এখন আসল স্টার বিনোদিনী ওরফে রুক্মিণী মৈত্রই। হ্য়াঁ, শনিবার দুপুর ১টায় মুক্তি পেল রুক্মিণী মৈত্রর ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ সিনেমার ট্রেলার। সেই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসেই রুক্মিণী মৈত্রর...