কথা বলতেন আরবিতে খ্রিস্টান-মুসলিম-ইহুদি সংস্কৃতির মেলবন্ধনে বেড়ে উঠেন যে ইউরোপীয় সম্রাট
নভেম্বর ২৫, ২০২৪, ০৩:২৬ পিএম
হোহেনস্টাউফেন রাজবংশের জার্মান রাজা ফ্রেডরিক দ্বিতীয় পরবর্তীতে হলি রোমান সম্রাট, সিসিলির রাজা এবং জেরুজালেমের রাজা হয়েছিলেন। তিনি গোটা ইউরোপের অন্যতম অসাধারণ সম্রাট হিসেবে সুখ্যাতি অর্জন করেন।১১৯৪ সালের ডিসেম্বরে ইতালির জেসি শহরে জন্ম নেয়া ফ্রেডরিক মধ্যযুগ থেকে রেনেসাঁ যুগে উত্তরণে অন্যতম পথিকৃত ছিলেন। তিনি আরবিসহ একাধারে ছয়টি ভাষা (লাতিন, সিসিলিয়ান, মধ্য...