বইমেলায় শাহ্ হামজার ‘খলনায়ক’
ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৫:০৫ পিএম
গীতিকার সুরকার ও সংগীতশিল্পী শাহ্ হামজা। অনেকে কেবলমাত্র তাকে গায়ক হিসেবেই চেনেন, তবে তিনি লেখকও। তার গানের মতোই তার লেখনী গভীর, চিন্তাধারা সুস্পষ্ট এবং অনুভূতির প্রকাশ অনবদ্য। বইমেলায় প্রকাশ হয়েছে তার লেখা বই ‘খলনায়ক’। সপ্তর্ষি প্রকাশনির ৪২৬-৪২৭ নাম্বার স্টলে বইটি পাওয়া যাচ্ছে।বইটি প্রসঙ্গে শাহ্ হামজা বলেন, ‘এই বইটি শুধু একটি...