সারিয়াকান্দির সততা দই ঘরের কারখানায় আগুন
জানুয়ারি ১৭, ২০২৫, ০৭:৩১ পিএম
বগুড়া সারিয়াকান্দির সততা দইঘরের কারখানায় শেষরাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে কারখানার একটি ঘরের আসবাবপত্র মালামালসহ সবকিছু পুড়ে গেছে। স্হানীয় ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণ।সততা দইঘেরর সত্ত্বাধিকারী ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, শুক্রবার ভোর ৪ টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ছাগলধরা গ্রামে অবস্থিত সততা দইঘরের কারখানার একটি ঘরে আগুন লাগার ঘটনা...