গুজব তেলেসমাতি চলছেই
                          অক্টোবর ১২, ২০২৪,  ১২:৫৩ পিএম
                          ফ্যাসিস্ট হাসিনার সহচররা ফাঁয়দা নিতে চায়আওয়ামী লীগ-জয় গুজব ছড়ানোয় শীর্ষনজরদারি-সাইবার পেট্রোলিং বাড়িয়েছে সরকারএই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।প্রয়াত কবি শামসুর রাহমানের আলোচিত এই কবিতাটি বর্তমান আধুনিক যুগের সঙ্গেও মানানসই। ইন্টারনেটের...