আহত হলেন রাশমিকা, সিকান্দারের শুটিং আপাতত বন্ধ...
জানুয়ারি ১২, ২০২৫, ১২:৪৭ পিএম
রাশমিকা মান্দানা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, কাজের প্রশংসা সর্বত্র ছড়িয়ে পড়েছে। তবে, সম্প্রতি তার ভক্তদের জন্য রয়েছে দুঃসংবাদ। `সিকান্দার` ছবির জন্য জিমে প্রশিক্ষণ নেওয়ার সময় তিনি গুরুতর আঘাত পেয়েছেন। এই আঘাতের কারণে তার শ্যুটিং সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী, রাশমিকা এখন বিশ্রামে আছেন এবং শিগগিরই শ্যুটিংয়ে ফিরে আসবেন বলে...