সিনসিনাটি ওপেন জিতলেন আলকারাজ
আগস্ট ১৯, ২০২৫, ১২:৩৪ পিএম
সিনসিনাটি ওপেনের ফাইনালে চমকপ্রদ মোড় নেয় যখন শীর্ষ বাছাই ইতালিয়ান তারকা জানিক সিনার অসুস্থতার কারণে ম্যাচ থেকে সরে দাঁড়ান। এতে স্প্যানিশ তারকা ও দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজ সহজেই শিরোপা জয় করেন।
প্রথম সেটে ৫-০ গেমে পিছিয়ে ছিলেন সিনার। তখনই তিনি কোর্টে দাঁড়িয়ে আর খেলতে পারবেন না বলে সংকেত দেন। মাত্র ২৩...