শিশুসাহিত্যিক সুকুমার রায়ের জন্মদিন আজ
অক্টোবর ৩০, ২০২৪, ১২:৫৬ পিএম
বাংলা সাহিত্যের বিস্ময় তিনি। যতটা সাহিত্যমনস্ক, ততটাই সমাজ ও বিজ্ঞানমনস্ক। তিনি ছিলেন বিজ্ঞানের কৃতী ছাত্র ছিলেন। সাহিত্য জগতে করেছিলেন বাবার পথ অনুসরণ। তাঁর প্রতিটি বই আজও পাঠকমহলে সমাদৃত। তবে একটি বইও তিনি নিজে দেখে যেতে পারেননি। প্রথম বই `আবোল তাবোল` প্রকাশের আগেই চলে যান না ফেরার দেশে। বলছিলাম, বাঙালি শিশুসাহিত্যিক...