জখম নিয়ে শুটিং শেষে ক্রাচে ভর করে সুনেরাহর ছবি
আগস্ট ১, ২০২৫, ০৮:০০ পিএম
কিছু ছবি দেখলেই বোঝা যায়, সব ঠিক নেই। অথচ ক্যাপশনে থাকে না কোনো অভিযোগ, থাকে না কোনো আহাজারি। কেবল এক চাপা ধৈর্য, এক অনুচ্চারিত জেদ। সুনেরাহ বিনতে কামালের ইনস্টাগ্রাম পোস্টে যখন তার প্লাস্টার মোড়া পা, পাশে ধরে রাখা দুই ক্রাচ, আর ক্যাপশনে লেখা ‘ইট ইজ হোয়াট ইট ইজ’, তখন বোঝার জন্য...