পহেলা বৈশাখে ‘কিলবিল সোসাইটি’
মার্চ ১৪, ২০২৫, ০১:১৬ পিএম
পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের অন্যতম চর্চিত সিনেমা ‘হেমলক সোসাইটি’র সিক্যুয়েল আসছে পহেলা বৈশাখে। সেই সিনেমাতে আনন্দ কর চরিত্রে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। তার মাথায় ছিল কোঁকড়ানো চুল। কিন্তু ‘কিলবিল সোসাইটি’-তে কেন এমন ন্যাড়া আনন্দ?পরিচালক সৃজিত খোলসা করলেন, ‘হেমলক সোসাইটি’-তে আনন্দ টার্মিনালি ইল ছিল। এখানে তার অসুস্থতা আরও বেড়েছে। চুল একদম পড়ে গেছে।...