সোমেশ্বরী নদী থেকে কয়লা তুলে সংসার চলে ওদের
নভেম্বর ১৭, ২০২৪, ০৪:০৩ পিএম
দিনের আলো ফুটতেই শুরু হয় ওদের কর্মব্যস্ততা। কেউ কেউ ঠেলা জাল নিয়ে, আবার কেউবা বিশেষ একধরনের গোলাকৃতির চালুনি নিয়ে নেমে পড়েন নদীতে। দিনভর রোদে পুড়ে সন্ধ্যা অবধি চলে এই কর্মযজ্ঞ। ভাসমান কয়লা কুড়াতে নদীর পানি আর বালুচর খোঁড়াখুঁড়ি করে ঠেলাজালে তুলে ধুয়ে আলাদা করেন কয়লা। আর এসব কয়লা বিক্রি করে...