হাসানাত লোকমানের কবিতা ‘তিন শূন্যের বিশ্ব’
এপ্রিল ৮, ২০২৫, ১২:৪২ পিএম
শূন্য মানে শূন্যতা নয়,শূন্য মানে মুক্তি—একটি পৃথিবীর জন্ম যেখানে আর কান্না নেই,নেই উপোস শিশুর রাত,নেই আশাহীন তরুণের দীর্ঘশ্বাস,নেই নিঃশব্দে পোড়া আকাশ।আমি দেখেছি,একটি স্বপ্নের নাম শূন্য—যেখানে দারিদ্র্য নেই, নেই বিষণ্ন বেকার মুখ,আকাশের বুক ফাটিয়ে কার্বনের ছায়া আর নামে না।আমরা কি মানুষ?নাকি কেবলই সংখ্যা?নাকি ব্যস্ত ডেটার রেখায় চিহ্নিতনির্বাক এক একক?না, আমরা কল্পনা...