জেনে নিন বিশ্বের সবচেয়ে দামি ঘড়ি কোনগুলো
সেপ্টেম্বর ৮, ২০২৫, ১২:৩৩ পিএম
আধুনিক যুগে হাতঘড়ি কেবল সময় দেখার জন্য নয়, এটি হয়ে উঠেছে ফ্যাশন, আভিজাত্য এবং মর্যাদার এক অনন্য প্রতীক। বিশেষ করে বিশ্বের ধনী ব্যক্তিরা এসব ঘড়িকে সাফল্যের স্মারক বা বংশপরম্পরার প্রতীক হিসেবে সংগ্রহ করেন।
এসব ঘড়ির দামের মূল কারণ এদের কারুকার্য, দুর্লভ রত্ন ও হীরা ব্যবহার এবং নিখুঁত প্রকৌশল। ফোর্বস ম্যাগাজিনের তালিকা...