মোটরসাইকেল বলতে আমরা যা বুঝি
সেপ্টেম্বর ২২, ২০২৪, ১২:৩৪ পিএম
বাংলাদেশে বড় হয়ে থাকলে কখনো না কখনো অবশ্যই খেয়াল করেছেন, সব ধরনের মোটরসাইকেলকেই মানুষ ‘হোন্ডা’ নামে ডাকে। কখনো কি এর পেছনের কারণ জানতে ইচ্ছে হয়েছে? তবে চলুন জানা যাক—অনেকেরই ধারণা, হোন্ডাই বাংলাদেশের প্রথম মোটরসাইকেল ছিল এবং একসময় দেশে শুধু হোন্ডা মোটরসাইকেলই পাওয়া যেত; তাই হয়ত এই নামটা এত প্রচলিত।কিন্তু এই...