আনোয়ার এহতেশামের ‘হোপস অ্যান্ড ড্রিমস’
জানুয়ারি ২৬, ২০২৫, ০৩:২৭ পিএম
২৫ জানুয়ারি বিকেলে ঢাকার বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো ফ্রিল্যান্স ফটোগ্রাফার আনোয়ার এহতেশাম খন্দকারের প্রথম ফটোবুক "হোপস অ্যান্ড ড্রিমস: স্টোরিজ ফ্রম দ্য স্ট্রিটস অব ঢাকা"-এর মোড়ক উন্মোচন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বইটির লেখক ও ফটোগ্রাফারের পিতা খন্দকার গিয়াসউদ্দিন, দৃকের কিউরেটর ও জেনারেল ম্যানেজার এএসএম রেজাউর রহমান, শান কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক ও...