যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) স্থানীয় সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নায়াগ্রা জলপ্রপাত ঘুরে নিউইয়র্ক সিটিতে ফেরার পথে বাফেলো শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার পূর্বে এ দুর্ঘটনা ঘটে।
নিউইয়র্ক স্টেট পুলিশের কমান্ডার মেজর আন্দ্রে রে ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ধারণা করা হচ্ছে চালক কোনোভাবে মনোযোগ হারান এবং বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে অতিরিক্ত ব্রেকের মাধ্যমে গতি সামাল দেওয়ার চেষ্টা করেন, কিন্তু বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে।
পুলিশ জানিয়েছে, নিহতরা ভারতীয়, চীনা ও ফিলিপিনো বংশোদ্ভূত। বাসটিতে মোট ৫৪ জন যাত্রী ছিলেন। বাকি যাত্রীদের মধ্যে কেউ গুরুতর আহত নন। কয়েকজন যাত্রীকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন