শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০১:৩৭ পিএম

নিজের এজেন্ডা বাস্তবায়নে যাকে ভারতে রাষ্ট্রদূত করলেন ট্রাম্প

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০১:৩৭ পিএম

ট্রাম্পের সঙ্গে সার্জিও গোর। ছবি- সংগৃহীত

ট্রাম্পের সঙ্গে সার্জিও গোর। ছবি- সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অন্যতম ঘনিষ্ঠজন বলে পরিচিত সার্জিও গোর-কে ভারতে রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছেন। শুল্কসহ বিভিন্ন ইস্যুতে নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের চলমান টানাপোড়েনের মধ্যেই তাকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন ডোনাল্ড ট্রাম্প । শুক্রবার (২২ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন তিনি।

ট্রুথ সোশ্যালে পোস্ট করা বার্তায় ট্রাম্প বলেছেন, ‘সার্জিও আমার খুবই ভালো বন্ধু। বহু বছর ধরে তিনি আমার পাশে আছেন। আমার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় তিনি আমার পক্ষে কাজ করেছেন, আমার সর্বাধিক বিক্রিত বইগুলো তিনি প্রকাশ করেছেন এবং সফলভাবে রিপাবলিকান পার্টির বৃহত্তম রাজনৈতিক অ্যাকশন কমিটির নেতৃত্ব দিয়েছেন। আমি তাকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করছি।”

গোর বর্তমানে হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল কর্মী বিভাগের পরিচালকের পাশাপাশি ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের দায়িত্বে আছেন। তাকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার কারণ হিসেবে পোস্ট করা বার্তায় ট্রাম্প বলেছেন, “ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ এবং সেদেশে রাষ্ট্রদূত নিয়োগের ক্ষেত্রে অবশ্যই এমন কাউকে আমার মনোনীত করা প্রয়োজন, যার ওপর আমি আমার এজেন্ডা বাস্তবায়নের জন্য পুরোপুরি নির্ভর করতে পারি। আমার সেই এজেন্ডা হলো—‘আমেরিকাকে ফের মহান করে তুলুন’।”

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পের এই পোস্ট শেয়ার করে তাকে ধন্যবাদ জানিয়েছেন গোর। পাশাপাশি তিনি বলেছেন, “(ভারতে) যুক্তরাষ্ট্রকে নতুনভাবে উপস্থাপন করার জন্য প্রেসিডেন্ট ডোনল্ড ট্রাম্প আমাকে মনোনীত করেছেন। এটা আমার জীবনের অনেক বড় একটি সম্মান।

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে গত মে মাসে যে সংঘাত শুরু হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে, তা থামাতে মধ্যস্থতার ভূমিকা নিয়েছিলেন ট্রাম্প এবং তিনি সফলও হয়েছিলেন। পাকিস্তান এজন্য ট্রাম্পের ব্যাপক প্রশংসা করলেও ভারত এ ইস্যুতে এখনও মার্কিন প্রেসিডেন্টের অবদানকে স্বীকৃতি দেয়নি।

এতে ক্ষুব্ধ হয়ে গত জুলাই মাসে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। ফলে ভারতের ওপর নির্ধারিত মার্কিন রপ্তানি শুল্ক পৌঁছায় ৫০ শতাংশে। আগামি ২৭ আগস্ট এ শুল্ক কার্যকর হবে।

বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি যুক্তরাষ্ট্রের আর পঞ্চম বৃহত্তম অর্থনীতি ভারতের। যুক্তরাষ্ট্রে প্রতি বছর বিপুল পরিমানে কৃষি ও ডেইরি পণ্য রপ্তানি করে ভারত। প্রতি বছর দুই দেশের মধ্যে গড়ে ১ হাজার ৯০০ কোটি ডলারের সমপরিমাণ বাণিজ্য হয়। তবে বলার অপেক্ষা রাখে না যে ট্রাম্পের আরোপিত এই অতি উচ্চমাত্রার শুল্ক ভারতের অর্থনীতিতে ইতোমধ্যেই বড় আঘাত হেনেছে।

আগামী ২৫ থেকে ২৯ আগস্ট শুল্ক ও অন্যান্য ইস্যু নিয়ে মার্কিন সরকারি প্রতিনিধিদের সঙ্গে ভারতীয় সরকারি প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার সূচি; কিন্তু পরে তা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। বৈঠক বাতিলের কয়েক ঘণ্টার মধ্যেই সার্জিও গোর-কে ভারতের রাষ্ট্রদূত হিসেবে মনোনীতি করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

রূপালী বাংলাদেশ

Link copied!