শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বাহারুল ইসলাম, ঝিনাইদহ

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০১:১৫ পিএম

ছাতিম ফুলের সুবাসে ভরে ওঠে মন

বাহারুল ইসলাম, ঝিনাইদহ

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০১:১৫ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

শীতের ছোয়া লাগতে শুরু করেছে বাংলার গ্রামীণ প্রকৃতিতে। এমন সময়ে ঝিনাইদহের একটি আঞ্চলিক সড়কে রাতে ভ্রমণ করলেই মিষ্টি সুবাস যে কাউকে মোহিত করে তুলবে। এই তীব্র সুবাসে বার বার বুক ভরে নিঃশ্বাস নিতে মন চাইবে। মুহুর্তেই শরীর-মন চাঙ্গা করে তুলবে। অনুভূত হবে অপূর্ব প্রাকৃতিক সুখ।

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের ধার ঘেষে নানা জাতের গাছের সাথে রয়েছে অসংখ্য ছাতিম গাছ। সাদা ফুলের ভরে আছে গাছ গুলো। সন্ধ্যা হলেই শিশিরের সাথে ফুলের মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে বাতাশে। গোটা এলাকা মোহীত হয়ে থাকে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত।

ঝিনাইদহ শহর পছরিয়ে বদরগঞ্জ (দশমাইল) বাজার পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে মাঝে মাঝেই ছাতিম গাছ রয়েছে। তবে সরকারি ভেটেরিনারি কলেজ, আব্দুর রউফ ডিগ্রি কলেজ ও রেশম উন্নয়ন বোর্ডের মাঠ এলাকায় বেশি রয়েছে। এখন হালকা শীতের আবেশে এই এলাকা দিয়ে যেতে গেলেই ছুয়ে যায় অন্যরকম অনুভূতি।

শরতের শেষে হেমন্তের শুরুতে (আশ্বিন ও কার্তিক মাসে) ছাতিম ফুল ফোটে। ফুলগুলো গুচ্ছবদ্ধ থাকে এবং তীব্র গন্ধ ছড়ায়, যা সন্ধ্যায় বেশি অনুভূত হয়। সন্ধ্যায় শিশির পড়ার সাথে সাথে এই ফুল থেকে তীব্র ঘ্রাণ বের হয়। রাত যত গভীর হয় গন্ধের তীব্রতা ততো বাড়ে। গাছগুলো উঁচু হওয়ায় এই ঘ্রাণ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। সাধারণত গ্রাম-বাংলার রাস্তাঘাট, নদীর তীর, বসতবাড়ির অনাবাদি জায়গায় ছাতিম গাছ জন্মে। গাছটির সংস্কৃত নাম সপ্তপর্ণী।

অঞ্চলভেদে একে ছাতিয়ান, ছাইত্যান, ছাতইন, ছেতেনসহ নানা নামে ডাকা হয়। সম্ভবত ছাতার মতো চারদিকে ছড়িয়ে থাকে বলেই এ গাছের নাম ছাতিম। ছাতিম গাছ ১৫ থেকে ২০ মিটার উঁচু হয়। এটি চিরসবুজ দুধকষ ভরা সুশ্রী গাছ। পাতা প্রায় ১৮ সেমি লম্বা, মসৃণ, উপরে উজ্জ্বল সবুজ, নিচে সাদাটে। একই মূলাবর্তে চার থেকে সাতটি পর্যন্ত পাতা থাকে।

ছাতিম গাছ ‘অ্যাপোসাইনেসি’ বর্গের অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ। ইংরেজিতে একে ডাকা হয় ডেভিলস ট্রি নামে। ছাতিমের বৈজ্ঞানিক নাম অ্যালস্টনিয়া স্কলারিস। স্কলারিস শব্দটির সঙ্গে বিদ্যা অর্থাৎ লেখাপড়ার যোগ আছে। এ ধরনের নামকরণের কারণ, ছাতিমের নরম কাঠ থেকে ব্ল্যাকবোর্ড ও পেনসিল তৈরি হয়। ছাতিম গাছের আদি নিবাস ভারতীয় উপমহাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ায়।

ক্রান্তীয় অঞ্চলের এ গাছটি বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের সর্বত্র জন্মে। গাছটি আর্দ্র, কর্দমাক্ত, জলসিক্ত স্থানে জন্মে। ছাতিম গাছের ছাল ও আঠা জ্বর, হৃদরোগ, হাঁপানি, ক্ষত, আমাশয় ও কুষ্ঠ রোগের জন্য উপকারী।

ঝিনাইদহ বন বিভাগের তথ্য অনুযায়ী, ২০০৪-২০০৫ এবং ২০০৫-২০০৬ বছরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের দু'পাশে বিভিন্ন স্থানে ৫ শতাধিক ছাতিম গাছের চারা রোপণ করা হয়। সেগুলোই এখন বড় হয়ে সুবাস বিলিয়ে দিচ্ছে।

ঝিনাইদহ রেশম উন্নয়ন বোর্ডের মাঠ সংলগ্ন সাগান্না গ্রামের কৃষক আফান মন্ডল বলেন, রাস্তার ধারে আমার কয়েক টুকরা জমি রয়েছে। প্রতিদিন ভোরে আমি ক্ষেত দেখতে আসি। ছাতিম ফুলের গন্ধে চারিদিকে মৌ মৌ করে। খুব ভালো লাগে।

এই গ্রামের আরিফ নামের এক যুবক বলেন, আমেরচারা বাজার থেকে বৈডাঙ্গা পর্যন্ত রাস্তার দুই ধারে প্রচুর ছাতিম গাছ রয়েছে। সব গাছে প্রচুর ফুল ফুটেছে। সন্ধ্যার পর থেকে এই এলাকার বাতাস ফুলের সুবাসে ভরে থাকে। আমরা বন্ধুরা মিলে রাতে এখানে হাটতে আসি। এখান থেকে ফিরতে মন চায়না।

আব্দুর রউফ ডিগ্রি কলেজের ঠিক সামনেই রাস্তার ধারে টিনের বেড়া দিয়ে তৈরি আমেনাদের ঘর। তাদের ঘরের পাশ দিয়েই রয়েছে ৭-৮টি ছাতিম গাছ।

আমেনা খাতুন বলেন, সন্ধ্যার পর থেকে আমাদের ঘরের মধ্যে, উঠান সব জায়গায় ফুলের গন্ধে ভরে যায়। তখন আমাদের টিনের বাড়িটিকেই স্বর্গের মতো মনে হয়।

ঝিনাইদহ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, ২০০৪-২০০৫ এবং ২০০৫-২০০৬ বছরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের জোহান ড্রিম ভ্যালী পার্কের সামনে থেকে বোড়াই গ্রাম পর্যন্ত রাস্তার ধারে কয়েক হাজার বনজ গাছের চারা রোপণ করা হয়। তার মধ্যে অনেক ছাতিম গাছও রয়েছে। বাতাস বিশুদ্ধকরণে এই গাছের ব্যাপক গুরুত্ব রয়েছে। এছাড়াও এ গাছের অন্যান্য ঔষধি গুনও রয়েছে বলে জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!