শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০১:৪৫ পিএম

আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০১:৪৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আজ শনিবার (০১ নভেম্বর) থেকে কোনো জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১০টির বেশি সক্রিয় সিম রাখা যাবে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিদ্ধান্ত অনুযায়ী অপারেটররা আজ থেকেই অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করবে।

সম্প্রতি বিটিআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পর স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সিমগুলো বন্ধ করে দেওয়া হবে। এর আগে একজন নাগরিক তার এনআইডির বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহার করতে পারতেন।

গত ৩০ জুলাই বিটিআরসি জানিয়েছিল, একজন ব্যক্তির নামে ১০টির বেশি সিম ব্যবহার করা যাবে না। অতিরিক্ত সিম নিষ্ক্রিয়ের বিষয়ে গ্রাহকরা সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে ডি-রেজিস্ট্রেশন করাতে পারবেন।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন, শনিবার (০১ নভেম্বর) থেকেই অপারেটররা অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করবে। ডিসেম্বরের মধ্যে নিশ্চিত করা হবে, কোনো এনআইডির বিপরীতে ১০টির বেশি সিম সক্রিয় না থাকে।

বিটিআরসির সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় একজন ব্যক্তির সিম নিবন্ধনের সর্বোচ্চ সংখ্যা আরও কমানোর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ সভায় সিদ্ধান্ত হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে নতুন সিম নিবন্ধনের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচটি সিমের সীমা নির্ধারণের প্রস্তাব ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠানো হবে। অনুমোদন পেলে সিদ্ধান্তটি ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে।

গত ২৬ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানান, নির্বাচনের আগে ব্যক্তিগত পর্যায়ে সিম ব্যবহারের সংখ্যা কমিয়ে আনা হবে। সরকারের লক্ষ্য পর্যায়ক্রমে সিম ব্যবহারের সর্বোচ্চ সংখ্যা দুইটিতে সীমাবদ্ধ করা।

এ ছাড়াও গত বুধবার এক সংবাদ সম্মেলনে বিটিআরসি চেয়ারম্যান জানান, ৩১ অক্টোবরের পরে একটি এনআইডির বিপরীতে ১০টির বেশি সিম রাখা যাবে না এবং ভবিষ্যতে সিম-সংখ্যা আরও কমিয়ে আনার উদ্যোগ থাকবে।

গ্রাহকরা তাদের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা জানতে যেকোনো অপারেটর থেকে *১৬০০১# ডায়াল করতে পারবেন। তারপর ফিরতি বার্তায় জাতীয় পরিচয়পত্রের শেষ চারটি সংখ্যা পাঠানোর পর এসএমএসের মাধ্যমে নিবন্ধিত সিমসংখ্যা এবং অপারেটরভিত্তিক তথ্য পাওয়া যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!