সামরিক আইন জারির কারণে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন তদন্তকারী বিশেষ আইনজীবী। রোববার (৬ জুলাই) বিশেষ পরামর্শ দলের মুখপাত্র এই তথ্য জানিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গত বছরের ডিসেম্বরে স্বল্পস্থায়ী সামরিক আইন ঘোষণার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে।
সিউল-ভিত্তিক ইয়োনহাপ নিউজ জানিয়েছে, চো ইউন-সুকের নেতৃত্বে স্বাধীন আইনজীবী ইউনের বিরুদ্ধে সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে ক্ষমতার অপব্যবহার, সরকারি নথি জালিয়াতি, রাষ্ট্রপতির নিরাপত্তা আইন লঙ্ঘন এবং বিশেষ সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন দায়ের করেছেন।
তবে, রাষ্ট্রদ্রোহের অভিযোগ ওয়ারেন্টে অন্তর্ভুক্ত ছিল না। এটি রাষ্ট্রপক্ষের দ্বিতীয় অনুরোধ। গ্রেপ্তারি পরোয়ানার প্রথম অনুরোধ গত মাসের শেষের দিকে আদালত প্রত্যাখ্যান করেছিল।
আইনজীবী ওয়ারেন্ট অনুরোধের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত বলেননি। গত মাসে এটি চালু হওয়ার পর থেকে আইনজীবী বিদ্রোহ ও অন্যান্য অভিযোগের বিষয়ে ইউনের বিরুদ্ধে নিবিড় তদন্ত পরিচালনা করেছেন।
শনিবার সাবেক প্রেসিডেন্টকে তলব করা হয়েছিল এবং কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। সশরীরে জিজ্ঞাসাবাদের সময় তিনি অভিযোগ অস্বীকার করেছেন।
সামরিক আইন জারির ব্যর্থ প্রচেষ্টার জন্য ইউনকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল।
জানুয়ারিতে ক্ষমতার অপব্যবহার ও বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এবং অভিযুক্ত করা হয়। তিনিই প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট, যাকে কারাগারে রাখা হয়।
গত মার্চ মাসে জেলা আদালত তার গ্রেপ্তার বাতিল করে এবং শারীরিকভাবে আটক না করেই তাকে বিচারের মুখোমুখি করার অনুমতি দেওয়ার পর ইউনকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

 
                            -20250706191043.jpg) 
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন