ঢাকা শনিবার, ২৮ জুন, ২০২৫

যুদ্ধে ইসরায়েলের ক্ষতির পরিমাণ জানাল ব্লুমবার্গ

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুন ২৮, ২০২৫, ১২:৫২ পিএম
ইরানের হামলায় ইসরায়েলের ক্ষতিগ্রস্ত ভবন। ছবি-সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধে প্রায় তিন বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। 

প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি প্রশাসনের অভ্যন্তরীণ মূল্যায়নে দেখা গেছে, ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে উল্লেখযোগ্য পরিমাণে অবকাঠামোগত ক্ষতি করেছে। প্রায় দুই সপ্তাহব্যাপী চালানো এ পাল্টা হামলা ইসরায়েলের সামরিক ও বেসামরিক খাতের ওপর বড় ধাক্কা দিয়েছে।

ব্লুমবার্গ  জানিয়েছে, ইরানের পাল্টা আক্রমণে ইসরায়েলের প্রতিরক্ষাব্যবস্থা ভেঙে পড়ে এবং বিপুল অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয় তারা।

এর আগে, টানা ১২ দিনের ভয়াবহ সংঘাতের পর মঙ্গলবার (২৪ জুন) কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

চলতি মাসের ২২ তারিখে ইসরায়েলকে সমর্থন জানিয়ে তেহরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালায় ট্রাম্প প্রশাসন। যা রীতিমতো মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঘি ঢালে। মার্কিন হামলার জবাবে চলতি মাসের ২২ তারিখে কাতার ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় বিশ্ব মোড়লদের দম্ভ।

এরপর কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির জন্য ইরানের কাছে ‘হাত জোড়’ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নানা নাটকীয়তা শেষে অবসান ঘটে দুই দেশের যুদ্ধবিরতি।