ঢাকা শনিবার, ২৮ জুন, ২০২৫

ইসরায়েলের ‘ড্যাডি’ ট্রাম্প: আরাঘচি

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২৮, ২০২৫, ১২:১২ পিএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি-সংগৃহীত

ইরানি জনগণ সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে তারা কতটা শক্তিশালী। আমাদের (ইরান) ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে ইসরায়েলি বাহিনীকে তাদের ‘ড্যাডি’-এর (মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) কাছে ছুটতে হয়েছে বলে জানিয়েছেন  ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

শনিবার (২৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যদি মনে-প্রাণে চুক্তি করতে চান, তাহলে তাকে আয়াতুল্লাহ খামেনির প্রতি অসম্মানজনক ভাষা ব্যবহার করা বন্ধ করতে হবে এবং তার কোটি ভক্তের অনুভূতিতে আঘাত দেওয়া থেকে বিরত থাকতে হবে।’

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে দাবি করেন, তিনি খামেনিকে হত্যার হাত থেকে বাঁচিয়েছেন।

ট্রাম্প বলেন, আমি ঠিক জানতাম, তিনি (খামেনি) কোথায় আশ্রয় নিয়েছেন। আমি ইসরায়েলকে ও যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনীকে তার জীবন শেষ করতে দিইনি।

তিনি বলেন, আমি তাকে এক সহিংস ও অপমানজনক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি। 

ট্রাম্প দাবি করেন, তিনি সাম্প্রতিক দিনগুলোতে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে কাজ করছিলেন, যা তেহরানের অন্যতম প্রধান দাবি। ‘কিন্তু তা হলো না। এর বদলে আমার বিরুদ্ধে রাগ, ঘৃণা আর ক্ষোভ ঝাড়া হলো। সঙ্গে সঙ্গেই নিষেধাজ্ঞা শিথিলসহ অন্য সব কাজ বন্ধ করে দিই।’