ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫

কোরআনে উল্লেখিত যে নারী ইহুদিদের আদর্শ

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ১০:৪৪ এএম
প্রাচীনকালের মক্কা । ছবি- সংগৃহীত

ইসলামের ইতিহাসে উম্মে জামিল, যিনি আবু লাহাবের স্ত্রী এবং রাসূলুল্লাহর (সা.) ফুফো, তিনি ইসলামের কঠিনতম শত্রুদের একজন ছিলেন। কোরআন ও হাদিসে তার পুঞ্জিভূত দুষ্ট প্রভাব ও ষড়যন্ত্রই তাকে ‘জাহান্নামের মা’ হিসেবে চিহ্নিত করেছে।

তার নাম উম্মে জামিল, যার অর্থ সৌন্দর্যের জননী। বাহ্যিকভাবে তিনি ছিলেন রূপসী, রাজকীয় মর্যাদায় অভিষিক্ত। সম্মান, সম্পদ, ক্ষমতা—সবকিছুই ছিল তার হাতে। কিন্তু এই ঐশ্বর্যের ছায়ায় জন্ম নেয়নি বিনয় কিংবা মানবতা। বরং তার অন্তর ছিল বিষে ভরা, অহংকারে পূর্ণ। তার হৃদয়ে বাস করত হিংসা, ঈর্ষা ও ইসলামের প্রতি গা-জ্বালানো ঘৃণা।

উম্মে জামিল কুরাইশ বংশের এক প্রভাবশালী মহিলারূপে মক্কার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে পরিচিত ছিলেন। তিনি রাসূলুল্লাহর (সা.) বিরুদ্ধে অপপ্রচার চালাতেন, তাঁর বিরুদ্ধে গুজব রটাতেন, খাদিজাকে (রা.) নিয়ে কটূক্তি করতেন, সাহাবীদের ভয় দেখাতেন এবং অর্থ প্রলোভন দিয়ে ইসলামবিরোধী কার্যক্রমে উৎসাহ দিতেন।

ইসলামী ইতিহাসে উম্মে জামিলকে নিয়ে লেখা হয় সে শুধু বাগ্মিতা বা অপবাদই ছড়াননি, বরং ধর্মান্তর-ব্যর্থতার পরও ষড়যন্ত্রে ডুবে ছিলেন—অর্থ ও সামাজিক প্রভাবে ইসলামবিরোধী লড়াই চালিয়েছেন।

এমনকি সব ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে উম্মে জামিল একবার রাসুলুল্লাহকে (সা.) সরাসরি হত্যা করার ছক আঁকেন। তার সঙ্গী হয় স্বামী আবু লাহাবও। এই ভয়াবহ পাপ ও শত্রুতার জবাব আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে। সূরা লাহাবে আল্লাহ বললেন, তারা আগুনে পুড়বে এবং উম্মে জামিল গলায় পাকানো দঁড়ি নিয়ে কাঠ বহন করবে।

সূরা লাহাব তাকে ‘সরাসরি কাঠ বহনকারী’ বলা হয়। সূরা লাহাব শুধু একটি নির্দিষ্ট ঘটনামাত্র নয়—এটি সব কাফেরদের জন্য চিরন্তন সতর্কবার্তা: যাঁরা ইসলামের বিপক্ষে ষড়যন্ত্র করবেন, তাদেরও পতন অনিবার্য।

যখন কোরআনে উক্ত সূরা প্রকাশিত হয়, উম্মে জামিল পাথরবিদ্ধ করবার উদ্দেশে নিজের হাতে কঙ্কর নিয়ে বের হন।

উম্মে জামিল ছিলেন মজলুম ও বঞ্চিত মুসলমানদের ওপর আঘাত হানার প্রতীক। তার কর্মকাণ্ড মানবতার মূল ধর্মবোধের পরিপন্থি ছিল। সূরা লাহাবে তার নাম ও আগ্নিকাঠ বহনের পরিচয় তাকে ইসলামের প্রতিপক্ষ ও কাফেরদের চিরন্তন নিন্দিত ভাবমূর্তিতে পরিণত করেছে—যাঁরা কোরআনবিরোধী পথে আবদ্ধ থাকবে, তাদের জন্য জাহান্নামের তাৎক্ষণিক দৃষ্টান্ত হিসেবে।