ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৭

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ১০:১৯ এএম
দুর্ঘটনাস্থলের ছবি। সংগৃহীত

ব্রাজিলে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জনই নারী। রাতের আঁধারে ভ্রমণের সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উলটে গিয়ে প্রাণহানির এই ঘটনা ঘটে। শুক্রবার রাতে উত্তর-পূর্বাঞ্চলীয় পারনামবুকো প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির ফেডারেল হাইওয়ে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার রাত ৮টার কিছু আগে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি বিপরীত লেনে ঢুকে পড়ে। এরপর সড়কের পাশে পড়ে থাকা পাথরে ধাক্কা খেয়ে একটি বালুর বাঁধে গিয়ে বাসটি আঘাত করে এবং উলটে যায়।

বাসটিতে মোট ৩০ যাত্রী ছিলেন বলে পুলিশের প্রাপ্ত তালিকায় উল্লেখ আছে। এর মধ্যে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে ১১ নারী ও ৬ পুরুষ। আহতের সঠিক সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনায় চালক হালকা আঘাত পেয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশের ধারণা, দুর্ঘটনার সময় যাত্রীদের কয়েকজন হয়তো সিটবেল্ট না বেঁধেই বসে ছিলেন।