ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

তজুমদ্দিনে মাছের আড়তে আগুন, কোটি টাকার ক্ষতি

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি 
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০১:০১ পিএম
মাছের আড়তে আগুনে ১৯ দোকান পুড়ে ছাই। ছবি- রূপালী বাংলাদেশ

ভোলার তজুমদ্দিন উপজেলার স্লুইসগেট এলাকার মৎস্য আড়তে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছোট-বড় ১৯টি মৎস্য আড়ৎ এবং পাশে থাকা বরফ কারখানার কিছু অংশ পুড়ে ছাই হয়ে গেছে। এতে মালামালসহ প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পুড়ে যাওয়া দোকান মালিকরা জানিয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) ভোর রাত আনুমানিক সাড়ে ৪টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা এসে চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে তজুমদ্দিন উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কোথা থেকে আগুনের সূত্রপাত কেউ বলতে পারেনি। তবে স্থানীয়রা ধারণা করছেন- কোনো দোকানের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

তজুমদ্দিন মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি মো. কামাল উদ্দিন বলেন, ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ খবর পাই মাছঘাটে আগুন লাগছে, এসে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আসতে আসতে সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন প্রশাসন এসে যদি আমাদের সহযোগিতা করে তাহলে আগুনে পুড়ে যাওয়া দোকানিরা ঘুরে দাঁড়াতে পারব।

ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মুখলেসুর রহমান বলেন, ভোর রাত ৫টা ৮ মিনিটে আমরা খবর পাই উপজেলার স্লুইসগেট মাছ ঘাটে আগুন লেগেছে। তাৎক্ষণিক আমরা একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন নির্ণয় করা সম্ভব হয়নি।