যশোর শহরের ষষ্ঠীতলা এলাকায় বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় আশরাফুল ইসলাম বিপুল (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত বিপুল শহরতলীর শেখহাটি জামরুলতলা এলাকার আখতার হোসেনের ছেলে এবং এসিআই গ্রুপের ডিপোর শ্রমিক ছিলেন।
নিহতের পরিবার জানিয়েছে, শহরের ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা বাপ্পী ও বিপুল আগে বন্ধু ছিলেন। বাপ্পী মাদকাসক্ত ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকায় তার স্ত্রী সুমাইয়া তাকে তালাক দেন। পরবর্তীতে সুমাইয়ার সঙ্গে বিপুলের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিয়ে করেন।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বাপ্পী একাধিকবার বিপুল ও তার স্ত্রীর ওপর হামলার হুমকি দেন এবং এমনকি বাড়ির সামনেও বোমাবাজির ঘটনা ঘটান বলে অভিযোগ করেছে পরিবার। যদিও এসব বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিপুলকে কৌশলে ফোনে ডেকে নেওয়া হয় ষষ্ঠীতলা এলাকায়। সেখানে বাপ্পী ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় বিপুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কিছু সময় পর তার মৃত্যু হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শাকিরুল ইসলাম বলেন, ‘বিপুলের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তিনি মারা যান।’
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে ধরতে অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
আপনার মতামত লিখুন :