রবিবার, ১৩ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ১১:৪৭ পিএম

ভোটে ১১৫ প্রতীক রাখছে ইসি, নেই ‘শাপলা’ ও ‘দোয়েল’

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ১১:৪৭ পিএম

ভোটে ১১৫ প্রতীক রাখছে ইসি, নেই ‘শাপলা’ ও ‘দোয়েল’

দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ভোটের প্রতীক সংরক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)। এসব প্রতীক অন্তর্ভুক্ত করে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করতে যাচ্ছে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বরাদ্দের জন্য প্রতীকের সংখ্যা ৬৯ থেকে বাড়িয়ে ১১৫-এ উন্নীত করা হয়েছে। এ লক্ষ্যে নির্বাচন পরিচালনা বিধিমালার সংশোধনী চূড়ান্ত করে গতকাল বৃহস্পতিবার ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। শিগগিরই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে ইসি সচিবালয়। আগামী নির্বাচনকে কেন্দ্র করে শতাধিক নতুন দল নিবন্ধনের আবেদন করেছে। সাধারণত ইসির তালিকাভুক্ত প্রতীক থেকেই দলগুলোকে ভোটের মার্কা বরাদ্দ দেওয়া হয়। কোনো দল নিবন্ধন পেলে তার বিপরীতে একটি নির্দিষ্ট প্রতীক সংরক্ষণ করে ইসি।

তবে আলোচিত প্রতীক ‘শাপলা’ ও ‘দোয়েল’ এবার তালিকায় রাখা হয়নি। গত বুধবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, এবার প্রায় ১১৫টি ভোটের প্রতীক চূড়ান্ত করা হয়েছে। এ-সংক্রান্ত বিধিমালা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে ‘শাপলা’ প্রতীক হিসেবে তালিকাভুক্ত না রাখার বিষয়ে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। সবশেষ ২০০৮ সালের সংসদ নির্বাচনে ১৪০টি প্রতীক বরাদ্দ ছিল। পরে সংসদ ও স্থানীয় সরকারের নির্বাচনের জন্য পৃথক প্রতীক সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। ২০১৭ সালে সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধন এনে প্রতীকের সংখ্যা কমিয়ে ৬৯-এ নামিয়ে আনা হয়। বর্তমানে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ৬৯টি প্রতীক রয়েছে।
নির্বাচন পরিচালনা বিধিমালার অনুচ্ছেদ ২০-এর দফা (১) অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে যেকোনো একজনকে ১১৫টি প্রতীকের মধ্য থেকে একটি প্রতীক বরাদ্দ দেওয়া যাবে। ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, নতুন প্রতীক তালিকা প্রতিস্থাপনের জন্য সংশোধিত বিধিমালা আইন মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে।

১১৫টি প্রতীকের তালিকায় যা রয়েছে, আপেল, আনারস, আম, আলমিরা, ঈগল, উটপাখি, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কেটলি, কুমির, কম্পিউটার, কলা, কুড়াল, কুলা, কুঁড়েঘর, কোদাল, খাট, খেজুরগাছ, গরুর গাড়ি, গাভি, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চাকা, চার্জার লাইট, চাবি, চিংড়ি, চেয়ার, চশমা, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, ট্রাক, টেলিফোন, টেলিভিশন, ডাব, ঢেঁকি, তবলা, তরমুজ, তারা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেয়াল ঘড়ি, দোয়াত-কলম, দোলনা, ধানের শীষ, নোঙর, নৌকা, প্রজাপতি, ফুটবল, ফুলকপি, ফুলের টব, ফুলের মালা, ফ্রিজ, বক, বাঘ, বই, বটগাছ, বাঁশি, বেঞ্চ, বেগুন, বাইসাইকেল, বালতি, বেলুন, বৈদ্যুতিক পাখা, মই, মগ, মাইক, মোটরগাড়ি (কার), মশাল, ময়ূর, মাছ, মাথাল, মিনার, মোমবাতি, মোবাইল ফোন, মোড়া, মোরগ, রকেট, রিকশা, লাউ, লিচু, লাঙল, শঙ্খ, সোনালি আঁশ, সেলাই মেশিন, সোফা, সিংহ, স্যুটকেস, হরিণ, হাত (পাঞ্জা), হাতঘড়ি, হাতপাখা, হাঁস, হাতি, হাতুড়ি, হারিকেন, হুঁকা, হেলিকপ্টার।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!