দুবাই ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচে জ¦লে উঠলেও টানা দুই ম্যাচে ব্যর্থ হলেন সাকিব আল হাসান। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ তিনি। গ্লোবাল সুপার লিগে গতকাল সোমবার বাংলাদেশ সময় সকালের ম্যাচে ব্যাট হাতে মাত্র ৪ রান করেন সাকিব। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে মিতব্যয়ী বোলিংয়ে ৪ ওভারে মাত্র ২১ রান খরচ করলেও কোনো উইকেট নিতে পারেননি বাঁহাতি স্পিনার। সাকিবের নিষ্প্রভ দিনে জিততে পারেনি দুবাই ক্যাপিটালস। ১৩৯ রানের লক্ষ্যে দুবাইকে মাত্র ৮১ রানে গুঁড়িয়ে দিয়ে ৫৭ রানের ব্যবধানে জয় পেল গায়ানা। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৩৭ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেন সাকিব। পরে বল হাতে মাত্র ১৩ রানে ৪ উইকেট নিয়ে তিনি জেতেন ম্যাচ সেরার পুরস্কার। তবে ২৪ ঘণ্টা পরই মুদ্রার অন্য পিঠ দেখে ফেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। হোবার্ট হারিকেন্সের বিপক্ষে বল হাতে ৩৪ রান খরচ করে উইকেটশূন্য থাকেন তিনি। পরে আউট হয়ে যান মাত্র ৭ রান করে। সোমবারের ম্যাচে অব্যাহত রইল তার ব্যর্থতার ধারা। ২০ ওভারের ক্রিকেটে এ নিয়ে সবশেষ ১১ ম্যাচের ৭টিতেই দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ সাকিব। ব্যাটিং পাননি এক ম্যাচে। আর বল হাতে এই ১১ ম্যাচের ৮টিতে কোনো উইকেট পাননি তিনি। গায়ানার বিপক্ষে কোনো উইকেট না পেলেও, আঁটসাঁট বোলিংয়ে রানের চাকা থামিয়ে রাখেন সাকিব। সপ্তম ওভারে আক্রমণে টানা ৪ ওভারের স্পেল করেন তিনি। নিজের প্রথম ওভারে ৫ রান খরচ করেন তিনি। পরের ওভারে সাকিবের বলে একমাত্র ছক্কাটি মারেন মইন আলি। বাকি দুই ওভার থেকে সাকিবের খরচ মাত্র ৭ রান। দুবাইয়ের পক্ষে কালিম সানা ৩১ রানে ৪ উইকেট নিলে বেশি বড় হয়নি গায়ানার স্কোর।