ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

ছেলের বাধায় ঘরে ঢুকতে পারছেনা মা 

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০২:৩৬ এএম
মাকে ঘরে ঢুকতে না দিয়ে গেটে লাগিয়ে দেয় ছেলে। ছবি- সংগৃহীত

নওগাঁ শহরের কাজীর মোড়ে স্বামীর রেখে যাওয়া বাড়িতে প্রবেশ করতে গিয়েছিলেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা বিলকিস আক্তার। কিন্তু পাঁচ ঘণ্টা অপেক্ষার পরও ছেলের বাঁধার মুখে নিজ বাড়িতে ঢুকতে পারেননি তিনি। গেটের সামনে বসে প্রতিবাদ জানিয়ে মানবিক দৃশ্য তৈরি করেন তিনি।

বিলকিস আক্তারের অভিযোগ, তার একমাত্র ছেলে মোস্তাফিজুল ইসলাম সৌরভ বসতবাড়ির সম্পত্তি দখলে নিতে তাকে ও মেয়েদের বাড়িতে ঢুকতে দিচ্ছেন না।

সোমবার (১৪ জুলাই) দুপুর ১১টার দিকে। তিনি বাড়ির দ্বিতীয় তলায় নিজের কক্ষে প্রবেশ করতে চাইলে দেখেন সিঁড়ির মুখে লোহার কাঁচি গেট লাগিয়ে তালা ঝুলিয়ে রাখা হয়েছে। ছেলে মোস্তাফিজুলকে ফোন করলে তিনি সাফ জানিয়ে দেন মাকে আর বাড়িতে ঢুকতে দেওয়া হবে না।

বাড়ির গেটের সামনে গ্যারেজে বসে কান্নাজড়িত কণ্ঠে বিলকিস বলেন, আমি রোজা রেখেছি। সকাল ১১টা থেকে বসে আছি। আমার নিজের বাড়িতে ঢুকতে পারছি না। ছেলে বলে, ‘তুই দুই আনার মালিক, তুই গিয়ে পাথারে থাক।’ আমার বড় মেয়ে এসেছিল, তাকেও ঢুকতে দেয়নি।

তিনি আরও বলেন, এই বাড়ি আমার স্বামীর স্মৃতি। জীবনের শেষ সময়টুকু এখানেই কাটাতে চাই। অথচ বারবার অপমানের শিকার হতে হচ্ছে। আমার মেয়েরা আমার অপমান মেনে নিতে না পেরে তাদের অংশ আমাকে লিখে দিয়েছে। এখন কাগজে-কলমে আমার মালিকানা সবচেয়ে বেশি।

বিলকিস আক্তারের বড় মেয়ের স্বামী ডা. আবুজার গাফফার জানান, আমার শ্যালক আগেও শাশুড়িকে গায়ে হাত তুলেছে, মামলা হয়েছে। নিজের মাকে ‘দুই আনার মালিক’ বলে বাড়ি থেকে বের করে দিয়েছে। এ কারণে ২০২৩ সালে আমার স্ত্রী ও শালিকা তাদের অংশ মায়ের নামে লিখে দেয়। এখন বিলকিস আক্তার পুরো বাড়ির প্রায় ৭০ শতাংশের মালিক। তবুও তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না।

বিষয়টি স্বীকার করে ছেলে মোস্তাফিজুল ইসলাম বলেন, বাড়ি নিয়ে পারিবারিক বিরোধের কারণে মারামারি, চাঁদাবাজি এবং প্রাণনাশের হুমকি সংক্রান্ত মামলা রয়েছে। আদালতের নির্দেশে মা এখন বড় বোনের জিম্মায় আছেন। তিনি যদি বাড়িতে থাকেন, আবারও সংঘর্ষ হতে পারে। তাই তাকে ঢুকতে দিচ্ছি না।

তিনি আরও দাবি করেন, তার মা এখন তার জীবনের জন্য হুমকিস্বরূপ, সেই কারণেই তাকে বাড়িতে প্রবেশে বাধা দিয়েছেন।