গাজীপুরের শ্রীপুরে শ্রমিকবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নমিতা রানী (২৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের মূলাইদ গ্রামের অটো স্পিনিং মিলস লি. এর সামনে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত লেগুনাটি উদ্ধার করে।
নিহত নমিতা রানী রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার টেকের হাট নলীত গ্রামের মেয়ে। তিনি শ্রীপুর উপজেলার মূলাইদ গ্রামের আমিনুল মুন্সির বাড়িতে ভাড়া থাকতেন এবং গাজীপুর সদরের বানিয়ার চালা এলাকার মোশারফ কম্পোজিট টেক্সটাইল মিলস লি.-তে চাকরি করতেন। নিহতের বড় বোন সমিতা রানী জানান, ‘আমার বোন সকাল সাড়ে পাঁচটার দিকে কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়। কিছুক্ষণ পর দুর্ঘটনার খবর পাই। দৌড়ে গিয়ে থানায় তার মরদেহ দেখতে পাই।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন