হবিগঞ্জের নবীগঞ্জে ব্যাংকের ওয়ান টাইম পাসওয়ার্ডের (ওটিপি) ফাঁদে ফেলে এক নারীর প্রাইম ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৪৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারকচক্র। ভুক্তভোগী গ্রাহক নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুরের জুলেখা বেগম। তিনি গতকাল শুক্রবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা গেছে, গত বুধবার বিকেল ৪টার দিকে জুলেখা বেগমের নাম্বারে অজ্ঞাতনামা মোবাইল ০১৩৩৭-১৫০৩৩১ নাম্বার থেকে ফোন আসে। ফোনে বলা হয়, তিনি একজন প্রাইম ব্যাংক কর্মকর্তা এবং ভুক্তভোগীর নবীগঞ্জ প্রাইম ব্যাংক অ্যাকাউন্টে ১৫ হাজার টাকা জমা হবে। পরবর্তী সময়ে প্রতারক ওটিপি চেয়ে ভুক্তভোগীর মোবাইল নম্বরে পাঠানো ওটিপি ব্যবহার করে ৪৬ হাজার টাকা নিজের নামে স্থানান্তর করে নেন। এরপর প্রতারক তার সব ফোন নম্বর বন্ধ করে দেন। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী নবীগঞ্জ থানায় জিডি করেন।
এ ব্যাপারে জুলেখা বেগম বলেন, আমাকে এমনভাবে ওটিপির বিষয়টি বলা হয়েছে, আমি প্রতরণার কিছুই বুঝতে পারিনি। সরল বিশ্বাসে ওই লোকের নাম জিজ্ঞেস করিনি। ফোনে তিনি বলেছেন, নবীগঞ্জ প্রাইম ব্যাংকের ম্যানেজার। আমি বিশ^াস করে তাকে ওটিপি নাম্বার দিয়েছি।
জানতে চাইলে নবীগঞ্জ প্রাইম ব্যাংকের ম্যানেজার চৌধুরী মো. জাফর ইকবাল জানান, তাদের ব্যাংক থেকে কেউ ভুক্তভোগী নারীর সঙ্গে যোগাযোগ করেননি। প্রতারকচক্র ওটিপির মাধ্যমে প্রাইম ব্যাংকের মাই প্রাইম নামে অ্যাকাউন্ট খোলে। তারপর ওই অ্যাকাউন্ট থেকে আমাদের গ্রাহক জুলেখা বেগমের ৪৬ হাজার টাকা বিকাশের মাধ্যমে উত্তোলন করেছে। আমাদের জানানোর পর আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন