ময়মনসিংহের নান্দাইলে যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নান্দাইল চৌরাস্তা মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে তাড়াইলগামী ইশাখাঁ পরিবহনের একটি বাস নান্দাইল চৌরাস্তা মাছবাজার এলাকায় আসতেই সিলিন্ডার থেকে বাসে অগ্নিকা-ের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিযন্ত্রণে আনা হয়। বাসে মাত্র ৮ জন যাত্রী ছিলেন, যাত্রীরা তাড়াহুড়ো করে নেমে যান। যে কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নান্দাইল হাইওয়ে থানার ওসি মো. খোরশেদুল আলম বলেন, আগুনের ঘটনা নাশকতা নয়, বাসের সিলিন্ডার থেকে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন