জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের পথনকশা (রোডম্যাপ) ঘোষণাসহ দুই দফা দাবিতে চতুর্থ দিনের মতো গতকাল সোমবার অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। দাবি দুটি হলো আবাসন খাতে শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কবে বাস্তবায়ন হবে তা নিশ্চিত করা ও জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা।
একই দাবিতে গত রোববার তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তারা বিকেল সাড়ে ৩টার দিকে ‘নো ওয়ার্ক কর্মসূচি’ ঘোষণা করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। এতে অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র কল্যাণ পরিচালকসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা ওইদিন রাত ১২টায় প্রশাসনিক ভবনের তালা খুলে দেন। এরপর রাত ১টায় উপাচার্যসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা ভবনটি ছেড়ে যান। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা রাতভর প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যান। গতকাল সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আগামীকাল (আজ মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় জকসু নির্বাচনের জন্য কমিশন গঠনসহ তপশিলের রোডম্যাপ ঘোষণা করতে হবে। আর ১০ কর্মদিবসের মধ্যে জকসু প্রবিধি আইন অনুমোদনের ব্যবস্থা করতে হবে। আর দ্রুত সময়ের মধ্যে সম্পূরক বৃত্তির বাস্তবায়ন করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে উপাচার্য রেজাউল করিম বলেছেন, ‘শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে একমত। অগ্রাধিকার ভিত্তিতে দুটি দাবি বাস্তবায়নের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। শিগগির আমরা জকসুর নীতিমালা চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব। সম্পূরক বৃত্তির কাজও এগিয়ে গেছে’।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন