মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৭:৫৭ এএম

পুলিশের ঊর্ধ্বতন পদে বড় রদবদল, ৬ জেলায় নতুন ডিসি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৭:৫৭ এএম

পুলিশের ঊর্ধ্বতন পদে বড় রদবদল, ৬ জেলায় নতুন ডিসি

 

জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ের প্রশাসনকে ঢেলে সাজাচ্ছে সরকার। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদে বড় ধরনের রদবদল হয়েছে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে একযোগে ৫২ জন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৮ জন অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি), ১২ জন উপমহাপরিদর্শক (ডিআইজি), ছয়জন অতিরিক্ত ডিআইজি এবং ১৬ জন পুলিশ সুপার (এসপি) আছেন। এই ৫২ কর্মকর্তার কারো কারো কর্মস্থল পরিবর্তন হয়েছে। কেউ আবার পুরোনো পদেই চলতি দায়িত্বের পরিবর্তে পূর্ণ দায়িত্ব পেয়েছেন। এর মধ্যে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি (প্রশাসন), সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার এবং সাতটি জেলায় এসপি পদে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ছয় জেলায় নিয়োগ দেওয়া হয়েছে নতুন ডিসি।

১৮ অতিরিক্ত আইজিপি: পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপিসহ (প্রশাসন) নিয়মিত ও সুপারনিউমারারি পদে পদোন্নতি পাওয়া ১৮ জনের দায়িত্ব নতুনভাবে দেওয়া হয়েছে। এর মধ্যে পুলিশ টেলিকমের এ কে এম আওলাদ হোসেনকে সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) করা হয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানের চলতি দায়িত্বে থাকা মো. গোলাম রসুলকে এসবির পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে সদর দপ্তরে অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্বে থাকা মো. আকরাম হোসেনকে সদর দপ্তরে নিয়মিত দায়িত্ব দেওয়া হয়েছে।

অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজকে সিএমপিতেই দায়িত্ব দেওয়া হয়েছে। শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্বে থাকা গাজী জসিম উদ্দিনকে পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরে চলতি দায়িত্বে থাকা আবু নাছের খালেদকে সদর দপ্তরেই পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিমকে অ্যান্টি টেররিজম ইউনিটে (এটিইউ) পদায়ন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরে চলতি দায়িত্বে থাকা খোন্দকার রফিকুল ইসলাম ও মোসলেহ উদ্দিন আহমদকে সদর দপ্তরেই পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। পিবিআইয়ে চলতি দায়িত্বে থাকা মো. মোস্তফা কামালকে একই জায়গায় পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) চলতি দায়িত্বে থাকা মো. ছিবগাত উল্লাহকে একই স্থানে পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্ণ দায়িত্ব পেয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মো. আলী হোসেন ফকির। অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া পুলিশ হাসপাতালের সরদার নুরুল আমিনকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।

এসবিতে থাকা সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমানকে এসবিতে, ডিএমপিতে থাকা সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি মো. সরওয়ারকে ডিএমপিতে, সদর দপ্তরে থাকা সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি মো. ফজুলল করিমকে একই স্থানে, সদর দপ্তরে থাকা সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি মো. রোজাউল করিমকে পুলিশ টেলিকমে এবং সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে চট্টগ্রাম রেঞ্জেই পদায়ন করা হয়েছে।

নতুন দায়িত্বে ১২ ডিআইজি:

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক মো. জিল্লুর রহমানকে ডিএমপিতে, ডিএমপির ফারুক আহমেদকে র‌্যাবে, হাইওয়ে পুলিশের মো. শফিকুল ইসলামকে ডিএমপিতে, রাজশাহীর সারদার বাংলাদেশ পুলিশ একাডেমির ব্যারিস্টার মো. জিল্লুর রহমানকে রেলওয়ে পুলিশে, রেলওয়ে পুলিশের মো. মাহবুবুর রহমান ভূঁইয়াকে খুলনার পুলিশ ট্রেনিং কলেজে (পিটিসি), রেলওয়ে পুলিশের শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে পিটিসি রংপুরে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া পিটিসি খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরীকে এসএমপির কমিশনার পদে, পুলিশের বিশেষ শাখার (এসবি) শামীমা বেগম সারদারকে পুলিশ একাডেমিতে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মো. সায়েদুর রহমানকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এবং হাইওয়ে পুলিশের মো. আবুল কালাম আজাদকে পিবিআইতে বদলি করা হয়েছে। এ ছাড়া পুলিশের বিশেষ শাখার ডিআইজি মীর আশরাফ আলীর পুলিশ একাডেমিতে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

সাত জেলায় নতুন পুলিশ সুপার: সাত জেলায় নতুন করে পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। শিল্পাঞ্চল পুলিশের এসপি মোহাম্মদ আল মামুন শিকদারকে বরগুনা জেলায়, পিবিআইয়ের এসপি মো. আসাদুজ্জামানকে বাগেরহাটে, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক এআইজি (এসপি) মো. মেনহাজুল আলমকে নরসিংদীতে, ডিএমপির উপকমিশনার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিনকে নারায়ণগঞ্জে, ডিএমপির মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে মেহেরপুরে, এসবির বিশেষ পুলিশ সুপার (এসপি) মো. রবিউল ইসলামকে নড়াইলে এবং হাইওয়ে পুলিশের এসপি মোহাম্মদ তারিকুল ইসলামকে নাটোর জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

৬ অতিরিক্ত ডিআইজি পদে রদবদল:

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মিয়া মাসুদ করিমকে সিআইডিতে, সিলেট রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মো. হুমায়ুন কবীরকে পুলিশ স্টাফ কলেজে, আরআরএফ খুলনার কমান্ড্যান্ট নওরোজ হাসান তালুকদারকে রাজশাহী রেঞ্জে, সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মো. হাতেম আলীকে আরআরএফ খুলনায়, সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া এসবির মোহাম্মদ আশিকুর রহমানকে রাজশাহী ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া পুলিশ সদর দপ্তরের মোহাম্মদ আবদুল আজিজকে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় বদলি করা হয়েছে।

বদলি হলেন আরও ৯ এসপি:

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার (এসপি) জান্নাত আফরোজকে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর), জাতীয় সংসদ সচিবালয়ের ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস (এসপি) মো. দেলোয়ার হোসেনকে পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) হিসেবে বদলি করা হয়েছে। বরগুনা জেলার এসপি মো. ইব্রাহিম খলিলকে পুলিশ সদর দপ্তরে, বাগেরহাট জেলার এসপি মো. তৌহিদুল আরিফকে সিআইডিতে, নরসিংদী জেলার এসপি মো. আবদুল হান্নানকে বরিশাল মহানগর পুলিশে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে সিআইডিতে এবং মেহেরপুর জেলার পুলিশ সুপার মাকসুদা আকতার খানমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে।

নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীরকে সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসপি), নাটোর জেলার এসপি মোহাম্মদ আমজাদ হোসাইনকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বদলি সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই কর্মকর্তাদের অনেকেই দীর্ঘদিন ধরে চলতি দায়িত্বে ছিলেন। অনেক পদ শূন্য ছিল। আবার পদোন্নতির পরেও নতুন দায়িত্ব দেওয়া হয়নি অনেককে। বড় অংশকে এ কারণেই নতুন পদে পদায়ন করা হয়েছে। এর বাইরে পুলিশ সদর দপ্তরের কাছে কয়েকটি জেলার এসপিসহ কিছু কর্মকর্তার বিষয়ে দুর্নীতিতে জড়ানোসহ নেতিবাচক প্রতিবদেনও ছিল। এ জন্য তাদেরও পদগুলো থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ছয় জেলায় নতুন ডিসি:

এদিকে গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছয় জেলায় জেলা প্রশাসকদের (ডিসি) নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোনা ও খুলনায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বদলি হওয়া জেলা প্রশাসক বা ডিসিদের মধ্যে পটুয়াখালীর ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে কুষ্টিয়া, কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে খুলনা এবং মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজকে কুড়িগ্রামের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী পটুয়াখালী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালাম মেহেরপুর এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান নেত্রকোনার ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন। উল্লেখ্য, সরকারের উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!