মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মির্জা হাসান মাহমুদ

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৮:১৬ এএম

পশুপাখির রঙিন দুনিয়া

মির্জা হাসান মাহমুদ

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৮:১৬ এএম

পশুপাখির রঙিন দুনিয়া

ছোটদের কাছে পশুপাখি সবসময়ই খুব প্রিয়। খেলনা, গল্প কিংবা কার্টুন; সব জায়গাতেই প্রাণীদের উপস্থিতি তাদের মনে বিশেষ আনন্দ এনে দেয়। সেই আনন্দকে আরও রঙিন করে তুলেছে দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘জঙ্গল বিট’। জঙ্গল বিট একটি পরিবারবান্ধব কার্টুন সিরিজ। এ সিরিজে জঙ্গলের হরেক রকম পশুপাখির মজার মুহূর্ত ও হাস্যরসাত্মক কা-কারখানা শিশুদের মন জয় করে নেয়। সবচেয়ে মজার বিষয় হলো, এ সিরিজে কোনো ধরনের সংলাপ নেই। শুধু ভিজ্যুয়াল দৃশ্য, মজার সাউন্ড এবং প্রাণীদের অভিব্যক্তির মাধ্যমেই গল্প এগিয়ে চলে, যা ছোটদের পাশাপাশি বড়দেরও আনন্দ দেয়।

জঙ্গল বিটের প্রতিটি পর্বেই আলাদা আলাদা প্রাণীকে কেন্দ্র করে গল্প তৈরি হলেও কয়েকটি চরিত্র বিশেষভাবে জনপ্রিয়। তাদের মধ্যে রয়েছে লম্বা গলার জিরাফ, যে প্রায়ই অদ্ভুত অবস্থায় পড়ে। এ ছাড়া রয়েছে হাতি। বিশাল দেহের অধিকারী হলেও দয়ালু হাতি সবার প্রিয়। রয়েছে একটি চঞ্চল ও বুদ্ধিমান বানর। যে সবসময় নানা ধরনের বিপদে পড়ে, আবার সেখান থেকে রক্ষাও পায়। এ সিরিজের প্রতিটি প্রাণী ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার

মধ্য দিয়ে শিশুদের সামনে বন্ধুত্ব এবং ইতিবাচক মেসেজ প্রদান করে।

মাত্র পাঁচ মিনিটের প্রতিটি পর্বে দেখা যায়, কখনো আবহাওয়ার কারণে, আবার কখনো প্রাণীগুলোর দুষ্টুমির কারণে নানা ধরনের বিপত্তি ঘটে। আবার সেখান থেকে উদ্ধার পাওয়াও দেখানো হয়। প্রতিটি ঘটনাই হয় হালকা মেজাজের, তাই ছোটরা সহজেই তা বোঝে। এ সিরিজের প্রথম এপিসোড ‘অলওয়েজ টেক দ্য ওয়েদার উইথ ইউ’ তৈরি হয়েছিল ২০০৩ সালে। মূলত পশুর লোম আর আবহাওয়ার ভিএফএক্স টেস্ট করার জন্য এটি বানানো হয়েছিল। কিন্তু সে এপিসোডে একটি বানরের দুঃসাহসিক অভিযান এতটাই জনপ্রিয় হয়, সেটিই পরবর্তী সময়ে পুরো সিরিজের ভিত্তি হয়ে যায়।

জঙ্গল বিট প্রযোজনা করেছে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের সানরাইজ প্রোডাকশন্স নামের একটি অ্যানিমেশন স্টুডিও। শুরু থেকেই সিরিজটি আন্তর্জাতিকভাবে প্রশংসা পায়। আফ্রিকান আই অ্যানিমেশন ফেস্টিভ্যালে সেরা অ্যানিমেশন পুরস্কার এবং সাও পাওলোর আনিমা মুন্ডি ফেস্টিভ্যালে অডিয়েন্স অ্যাওয়ার্ড জেতার পর এর জনপ্রিয়তা আরও ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে ২০১৫ সালে আসে স্পিন-অফ সিরিজ জঙ্গল বিট এক্সপ্লোরার্স। এরপর আসে মনকি অ্যান্ড ট্রাঙ্ক নামের নতুন সিরিজ। তবে শুধু টেলিভিশন সিরিজই নয়; জঙ্গল বিট জায়গা করে নিয়েছে সিনেমা ও গেমেও। ২০২০ সালে মুক্তি পায় ‘জঙ্গল বিট: দ্য মুভি’ নামের একটি সিনেমা। পাশাপাশি ২০১৫ সালে প্রকাশিত হয় ‘জঙ্গল বিট: দ্য গেম’।

রূপালী বাংলাদেশ

Link copied!