চা-প্রেমীদের কাছে চা অন্যরকম এক পানীয়। সকাল থেকে সন্ধ্যা, রাতে ঘুমানোর আগ পর্যন্ত নানা বাহানায় চলে চা পান। বিশ্বের যেখানেই যান না কেন, সেখানকার চায়ের স্বাদ নিতে একেবারেই ভোলেন না তারা। তাদের জন্যই দুবাইয়ে রয়েছে লাখ টাকার চা। জানলে অবাক হবেন, সোনা ব্যবহার করা হয় এই চায়ে। নাম দেওয়া হয়েছে ‘গোল্ড কারাক’ টি। এ দেশে যে দিকেই তাকাবেন সে দিকেই চা-প্রেমী। এমনই এক চা-প্রেমী দুবাইয়ের লোকজনকে খাওয়াতে গিয়ে অন্যরকম, একদম আলাদা এক পন্থা বেছে নিলেন। সোনায় মোড়া চা বিক্রি করে এখন ভাইরাল তিনি।
এই উদ্যোক্তা ভারতের নাগরিক সুচেতা শর্মা। দুবাইয়ে বোহো ক্যাফে নামে একটি ক্যাফে খোলেন সম্প্রতি। ডিআইএফসি এমিরেটস ফিন্যান্সিয়াল টাওয়ারে অবস্থিত এ ক্যাফেতে সোনার চা বিক্রি করছেন তিনি। ২৪ ক্যারেট সোনা দিয়ে চা তৈরি করছেন তারা। নাহ, এই সোনা মোটেই কাপে ডেকোরেশনের জন্য নয়, চায়ের সঙ্গে পেটে চলে যাবে আপনার। এক কাপ চায়ের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। তবে শুধু সোনার চা নয়, সোনার কফি, সোনার গুঁড়া দিয়ে তৈরি ক্রসোঁও এ ক্যাফের অন্যতম আকর্ষণ। এই লাখ টাকার চা বা কফি পরিবেশন করা হয় রুপার পাত্রে বা কাপে। ওপর থেকে ২৪ ক্যারেট সোনার পাতা সাজিয়ে দেওয়া হয়। কেউ চাইলে চা শেষ করার পর রুপার কাপ বা সঙ্গে দেওয়া রুপার সবটাই বাড়ি নিয়ে যেতে পারেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন