শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০১:৩৪ এএম

লিটনের ব্যাটে যত কীর্তি

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০১:৩৪ এএম

লিটনের ব্যাটে যত কীর্তি

এশিয়া কাপেও ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন লিটন কুমার দাস। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারানোর পথে ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন তিনি। ৫৯ রানের ইনিংস খেলার পথে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। বর্তমানে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটারও তিনি। আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে গত বৃহস্পতিবার রাতে আগে ব্যাটিংয়ে নেমে ১৪৩ রান তুলেছিল হংকং।

বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন তাসকিন-সাকিব-রিশাদ। এরপর লক্ষ্য তাড়ায় বাংলাদেশকে শুরু থেকে পথ দেখান লিটন। পারভেজ হোসেন ইমন ১৪ বলে ১৯ ও তানজিদ তামিম ১৮ বলে ১৪ রানে ফিরলে জয়ের পথ সুগম করে লিটন ও তাওহীদ হৃদয়ের ৯৫ রানের জুটি। লিটন ৩৯ বলে ৫৯ রানে ফিরলেও হৃদয় ৩৫ রানে অপরাজিত ছিলেন। দলের জয় নিশ্চিত করার পথে ৬টি চার ও ১টি ছক্কা হাঁকান লিটন। এর মধ্য দিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৭৭ ছয়ের রেকর্ড টপকে যান তিনি। হংকং ম্যাচে নামার আগে দুজনের সমান ছক্কা ছিল। ১১১তম ম্যাচ খেলতে নেমে লিটন ৭৮ ছক্কা হাঁকিয়ে শীর্ষে উঠেছেন। এর আগে মাহমুদউল্লাহ ৭৭ ছক্কা হাঁকান ১৪১ ম্যাচে। টাইগারদের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান সংগ্রাহকের তালিকায়ও ২ নম্বরে উঠেছেন লিটন, এদিক থেকেও তিনি টপকে গেছেন মাহমুদউল্লাহকে।

এদিকে, বর্তমানে খেলছেন বাংলাদেশের এমন ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ছক্কার তালিকায় লিটনের পর ওপরের দিকে আছেন সৌম্য সরকার (৫৫) ও জাকের আলি অনিক (৩৮)। এ ছাড়া সাকিব আল হাসান ৫৩, তামিম ইকবাল ৪৪, আফিফ হোসেন ৩৮, তাওহীদ হৃদয় ৩৭, মুশফিকুর রহিম ৩৭, তানজিদ তামিম ৩৪ ও সাব্বির রহমান ২৯টি ছয় হাঁকিয়েছেন। এ ছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে ইনিংসে সর্বোচ্চ রান করার দিক থেকেও লিটন এখন দুইয়ে আছেন। ২০১৬ আসরে শ্রীলঙ্কার বিপক্ষে ৮০ রান করা সাব্বির রহমানের অবস্থান এখনো শীর্ষে। এ ছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত ৪৮*, সৌম্য ৪৮ ও মোহাম্মদ মিঠুন ৪৭ রান করেছেন। গতকাল হংকংয়ের লক্ষ্য তাড়ায় লিটন-হৃদয় মিলে গড়েন ৯৫ রানের জুটি, যা এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। এর আগে সাকিব-সাব্বির মিলে ২০১৬ আসরে শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রানের জুটি গড়েছিলেন।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান

ব্যাটার                 রান        ম্যাচ

সাকিব আল হাসান    ২৫৫১     ১২৯

লিটন দাস             ২৪৯৬     ১১১

মাহমুদউল্লাহ রিয়াদ   ২৪৪৪     ১৪১

তামিম ইকবাল        ১৭০১      ৭৪

মুশফিকুর রহিম        ১৫০০     ১০২

 

রূপালী বাংলাদেশ

Link copied!