রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


উজ্জ্বল চক্রবর্তী শিশির, দুপচাঁচিয়া

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০১:২৮ এএম

দুপচাঁচিয়ায় ৪৫ মন্ডপে  শারদীয় দুর্গাপূজা

উজ্জ্বল চক্রবর্তী শিশির, দুপচাঁচিয়া

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০১:২৮ এএম

দুপচাঁচিয়ায় ৪৫ মন্ডপে  শারদীয় দুর্গাপূজা

আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনব্যাপী এই উৎসব শেষ হবে ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে। ইতিমধ্যে দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন পূজাম-পে প্রতিমা নির্মাণের কাজ শেষ পর্যায়ে।

সরেজমিনে দুপচাঁচিয়া পৌর এলাকার লক্ষ্মীতলা, টাউন বারোয়ারী ও কালীবাড়ি কেন্দ্রীয় মন্দিরে গিয়ে দেখা যায়, শিল্পীরা প্রতিমা নির্মাণে ব্যস্ত সময় পার করছেন। প্রতিমাশিল্পী গোপাল চন্দ্র মালাকার জানান, তিনি দীর্ঘদিন ধরে এখানকার বিভিন্ন ম-পে প্রতিমা তৈরি করছেন। এ বছরও বেশ কয়েকটি ম-পে প্রতিমা গড়ার দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে তালোড়া পৌর এলাকার বিনোদ পোদ্দার পবন বাবুর পূজাম-পে প্রতিমা নির্মাণ করেছেন চুয়াডাঙ্গার কারিগর অমল চন্দ্র পাল।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি অসীম কুমার দাস বলেন, গত বছর উপজেলায় ৪০টি পূজাম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। এবার নতুন করে আরও পাঁচটি ম-প যোগ হওয়ায় পূজার সংখ্যা দাঁড়িয়েছে ৪৫টিতে।

উৎসবকে কেন্দ্র করে প্রতিটি পূজাম-পে স্বেচ্ছাসেবকরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। পাশাপাশি ম-পগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনা টহলও থাকবে।

হিন্দু ধর্মমতে, দুর্গাপূজা মূলত শুভ শক্তির জয় ও অশুভ শক্তির বিনাশের প্রতীক। দেবী দুর্গা নারীশক্তি, জয় ও ক্ষমতায়নের প্রতীক হিসেবেও পূজিত হন। তাই বাঙালি হিন্দুদের কাছে দুর্গোৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠানই নয়, এটি একযোগে আনন্দ, সম্প্রীতি ও ঐক্যের উৎসব।
 

রূপালী বাংলাদেশ

Link copied!