ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেদ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে লাইভ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে চ্যানেল এস টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম শিবলীর মৃত্যুতে নড়াইলে দোয়া মাফফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে চ্যানেল এস টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি ওবায়দুর রহমানের আয়োজনে লোহাগড়া উপজেলা পরিষদ হলরুমে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের শুরুতে শিবলীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সাংবাদিকরা। পরে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দোয়া মাহফিল শুরু হয়। দোয়া মাহফিলে সাংবাদিক রূপক মুখার্জির সঞ্চালনায় বক্তব্য দেন সাংবাদিক রেজাউল করিম, সরদার রইচ উদ্দিন টিপু, সেলিম জাহাঙ্গীর, জহির ঠাকুর, শরিফুল ইসলাম প্রমুখ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন