নওগাঁয় ব্যবসায়ীদের সংগঠন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নওগাঁ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক জান্নাত আরা তিথি। সভায় চেম্বারের কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করতে সহায়ক কমিটি দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন (ডিসেম্বরের মধ্যে) দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া যেসব সদস্য সময়মতো মাসিক চাঁদা দিতে পারেনি, তাদের জরিমানা মওকুফ করা হয়েছে। এ ছাড়া নতুন সদস্য ভর্তি নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় জেলা তথ্য কর্মকর্তা আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন