কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা বিএনপি সমর্থন করে না বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ হলে সেটি হবে ভয়ংকর চর্চা। জামায়াতের পিআর ইস্যুতে আন্দোলনের বিষয়ে মাঠের জবাব মাঠে দেওয়া হবে। গতকাল মঙ্গলবার বিকেলে গুলশানের নিজ বাসভবনে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদেও কাছে এই মন্তব্য করেন তিনি। এই বিএনপি নেতা বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি না হলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। এতে বৈশ্বিক শক্তি ও ফ্যাসিবাদী শক্তি সুযোগ নেবে।
পিআর পদ্ধতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, কয়েকটি আসন পাওয়ার লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কারো পিআর পদ্ধতি চাওয়া ভয়ংকর পরিণতি ডেকে আনবে। সার্বিক বিবেচনায় নির্বাচন পেছানোর সম্ভাবনা দেখছেন কি না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনকে বিলম্বিত করার জন্য অথবা বাধাগ্রস্ত করার জন্য যেকোনো রাজনৈতিক কৌশলকে এ দেশের জনগণ প্রত্যাখ্যান করবে। এটা আমরা আগেও বলেছি। কারণ, ভোটাধিকার প্রয়োগের দাবি আদায়, গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ ১৬-১৭ বছর সংগ্রাম করেছে, লড়াই করেছে, রক্ত দিয়েছে এবং শহিদ হয়েছে।
তিনি আরও বলেন, রাষ্ট্রব্যবস্থা সংস্কারের দাবি পরবর্তী সময়ে গণদাবিতে পরিণত হয়েছে। এই অধিকার তখনই প্রতিষ্ঠা হবে, যখন আমরা অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদ পাব, সরকার পাব। সুতরাং যারাই এই পথে বাধা সৃষ্টি করতে চাইবে, তাদের জনগণ প্রত্যাখ্যান করবে। এসব রাজনৈতিক কর্মসূচির জবাব দেওয়ার জন্য জনগণই বিচারক।
বিএনপি জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি মেনে নিলে অন্যরা নি¤œকক্ষে প্রচলিত পদ্ধতি মেনে নিতে পারেÑ এ বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, আমরা উচ্চকক্ষ ও নি¤œকক্ষ সব জায়গায় পিআরের বিপক্ষে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন