জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচাই জেরকা এসসি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উচাই জেরকা এসসি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি সামছুল হোদা ম-ল। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, নন্দীগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান আসাদ, আটাপুর ইউপি চেয়ারম্যান আসম সামছুল আরেফিন চৌধুরী আবু, পাঁচবিবি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আকন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই ও সহকারী শিক্ষক মনিরুজ্জামান মিঠুসহ অন্যরা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন