সিরাজগঞ্জের উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের সাবেক প্রধান শিক্ষক রাকিবুল ইসলামকে অর্থ আত্মসাৎ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় তাকে আটক করে। গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
মোমেনা আলী বিজ্ঞান স্কুলের বর্তমান প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ জানান, রাকিবুল ইসলাম ২০১৮ সালে অবৈধভাবে প্রধান শিক্ষক পদে যোগ দেন এবং ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। এ সময় নানা অপকৌশলে তিনি স্কুল তহবিল থেকে প্রায় ৫ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাৎ করেন। বিষয়টি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পরিচালনা কমিটির নজরে এলে সিরাজগঞ্জ সহকারী জজ আদালতে তার বিরুদ্ধে মামলা করা হয়।
আদালত মামলাটি আমলে নিয়ে রাকিবুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। অবশেষে গত মঙ্গলবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
প্রধান শিক্ষক আব্দুল মজিদ আরও জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর নতুন করে হিসাব-নিকাশ করলে দেখা যায়, রাকিবুল ইসলাম আরও প্রায় ৬ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এ নিয়ে নতুন করে আরেকটি মামলা করার প্রস্তুতি চলছে।
উল্লাপাড়া মডেল থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মিরপুর থেকে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন