গোবিন্দগঞ্জে জয়পুরপাড়ায় সাঁওতালপল্লিতে অবস্থিত শহিদ স্যামল মঙ্গল রমেশ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় ও খেলার মাঠ ভূমিদস্যুদের কবল থেকে মুক্ত করতে গোবিন্দগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে গোবিন্দগঞ্জের জয়পুর, মাদারীপাড়া, বাগদাফার্মসহ কয়েকটি সাঁওতালপল্লির নারী-পুরুষ প্রতিবাদ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে যায়। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন। সমাবেশ থেকে অভিযোগ করা হয়, গোবিন্দগঞ্জের ভূমিদস্যু সাবু-বাবু বাহিনীর লোকজন সাঁওতাল ভাষা শিক্ষার জন্য শিশুদের একমাত্র প্রাথমিক বিদ্যালয় ও খেলার মাঠ দখল করার চেষ্টা করছে। শুধু তাই নয়, তারা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের হুমকি দিচ্ছে। সমাবেশে বক্তব্য দেন, সাঁওতাল নেতা ফিলিমন বাস্কে, আন্দ্রিভাস মুর্মু, অলিভিয়া হেমব্রম, শারমিন মার্ডি, গৌড় পাহাড়ী, সাহেব মুর্মু, অঞ্চলী মুর্মু, বিটিশ সরেন, রিপন বেসরা জয় প্রমুখ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন