রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রতœতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের মৌখিক পরীক্ষায় নেকাব খুলতে বাধ্য করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিভাগ। গতকাল দুপুরে বিভাগের বিভাগীয় প্রধান আরা তানজিয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, গত ২৩-০৯-২০২৫ তারিখে দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের মৌখিক পরীক্ষায় হিজাব ও নিকাব নিয়ে যে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে তার জন্য আমরা বিভাগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। ইতিহাস ও প্রতœতত্ত্ব বিভাগে আেেগ এমন কোনো ঘটনার নজির নেই। আরও বলা হয়, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়া এবং এ ঘটনাকে কেন্দ্র করে ভবিষ্যতে শিক্ষার্থীদের ওপর কোনো প্রভাব যেন না পড়ে সে বিষয়ে বিভাগের সবাই সর্বোচ্চ সতর্ক থাকবেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন