বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে চ্যাম্পিয়ন বোলার হিসেবে ঘোষণা দিয়েছেন ভারত দলের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট। এই ডাচ কোচ বলেন, ‘মোস্তাফিজ একজন চ্যাম্পিয়ন, সে অনেক দিন ধরে খেলছে, খুব দক্ষ একজন বোলার। আমরা অবশ্যই জানি, সে কী ধরনের দক্ষতা নিয়ে আসে। আমি মনে করি, কেউ যদি আন্তর্জাতিক পর্যায়ে এত দীর্ঘ সময় ধরে এত ভালো করে এবং এরপর আইপিএলে গিয়েও খুব ভালো পারফর্ম করে, সেটা অবশ্যই প্রশংসনীয়।’ তিনি আরও বলেন, ‘আগেও বলেছি, আমরা আমাদের প্রতিপক্ষকে সম্মান করি। ওদের দলে অনেক ভালো খেলোয়াড় আছে এবং মোস্তাফিজ সম্ভবত সেরা বোলারদের একজন, যাকে আমরা এখন পর্যন্ত চিনেছি।’
মোস্তাফিজও নিজেকে বিশ^ ক্রিকেটে নিজের জাত চিনিয়ে দিয়েছেন। আইপিএলে খেলে নজর কেড়েছেন সবার। তার বিধ্বংসী বোলিংয়ে আত্মসমর্পণ করেছেন বিশে^র অনেক সেরা ব্যাটসম্যান। এশিয়া কাপেও জ¦লে উঠেছেন মোস্তাফিজ। তার বোলিং নৈপুণ্যে বাংলাদেশও সফলতা পেয়েছে, যার ফলে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে সেরা দশে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজ। ছয় ধাপ উন্নতি হয়েছে তার। বাংলাদেশের অভিজ্ঞ পেসার আছেন নবম স্থানে। ২০১৭ সালের এপ্রিলে পঞ্চম স্থানে উঠেছিলেন তিনি। শুধু ভারতীয় কোচই নন, এশিয়া কাপে মোস্তাফিজের বোলিংয়ের প্রশংসায় মঞ্চমুখ বিশ^ ক্রিকেটের অনেক কিংবদন্তি। মোস্তাফিজের প্রশংসা করে পাকিস্তানের সাবেক ক্রিকেটার উমর গুল বলেন, ‘আবুধাবিতে একরকম উইকেটে খেলা হয়েছে, ভারতের বিপক্ষে আরেক রকম উইকেটে খেলা।
কিন্তু মোস্তাফিজ তার অভিজ্ঞতা থেকে সেরাটা দিয়ে গেছে সবখানেই। ব্যাক অব দ্য লেংথ ব্যবহার করেছে। অ্যাঙ্গেল করে হার্ড লেংথে বল ফেলেছে। উইকেটও পেয়েছে।’ তিনি আরও বলেন, ‘মোস্তাফিজ পুরোপুরি আলাদা বোলার। সে অসাধারণ বোলিং করছে। তার হার্ড লেংথের অ্যাঙ্গেল করা ডেলিভারি ব্যাটাররা খেলতে পারছে না। আবার সে উইকেটও নিচ্ছে।’
মোস্তাফিজের প্রশংসা করেছেন শোয়েব মালিকও। তিনি বলেন, ‘মোস্তাফিজের স্ট্রেংথ এটাই। সে সব সময় তার স্ট্রেংথ নিয়ে থাকে। সে মার খেলেও তার স্ট্রেংথ ঠিক রাখে। এর মানে হচ্ছে, বছরের পর বছর সে তার স্কিল নিয়ে কাজ করেছে। তার অ্যাকশনও আনঅর্থোডক্স। এ কারণে সে অনেক কন্ডিশনে বোলিং করতে জানে। তার স্লোয়ার ভালো, হার্ড লেংথে ডেলিভারিও ভালো।’ অন্যদিকে ভারতের ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে বলেছেন, মোস্তাফিজ হলেন ‘আ প্লেয়ার টু ওয়াচ’। বাংলাদেশি বোলিং আক্রমণের মূল অস্ত্র হিসেবে মোস্তাফিজুর রহমানকে দেখছেন তিনি। তিনি বলেন, ‘আমার কাছে প্লেয়ার টু ওয়াচ মোস্তাফিজ। কারণ সে আবার ছন্দ ফিরে পাচ্ছে। আগের মতো ধার ফিরে এসেছে তার বোলিংয়ে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন