ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

সিরিয়ার সুইদা শহরে বেদুইন-দ্রুজ সংঘর্ষে নিহত ৩৭

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ১২:৩৭ এএম

সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুইদা শহরে বেদুইন উপজাতি ও স্থানীয় দ্রুজ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩৭ জন নিহত হয়েছে। সোমবার এক পর্যবেক্ষণ সংস্থা এ তথ্য জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার সেখানে নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে। দামেস্ক থেকে এএফপি এ খবর জানায়। গত এপ্রিল ও মে মাসেও দ্রুজ সম্প্রদায় ও নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সংঘর্ষে নিহত ৩৭ জনের মধ্যে ২৭ জনই দ্রুজ সম্প্রদায়ে০০০র। বাকি ১০ জন বেদুইন সম্প্রদায়ের। নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে। এর আগে রোববার স্থানীয় সংবাদমাধ্যম সুইদা ২৪ এক প্রতিবেদনে জানায়, সহিংসতার কারণে দামেস্ক-সুইদা মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়। সিরিয়ার একটি সরকারি সূত্র এএফপিকে জানায়, উত্তেজনা প্রশমনে সুইদা ও পার্শ্ববর্তী দারাআ প্রদেশের প্রশাসনিক সীমান্তে নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। সুইদার গভর্নর মুস্তাফা আল-বাকুর তার অঞ্চলের জনগণকে আত্মসংযম প্রদর্শন করতে এবং জাতীয় সংস্কারের ডাকের প্রতি সাড়া দেয়ার আহ্বান জানান। এপ্রিল ও মে মাসেও নিরাপত্তা বাহিনী ও দ্রুজ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে বহু মানুষ প্রাণ হারান। দ্রুজ সম্প্রদায় মূলত শিয়া ইসলামের একটি শাখা। সিরিয়ার পাশাপাশি লেবানন, জর্ডান ও ইসরায়েলেও এদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। আসাদের শাসনামলে দ্রুজরা প্রায়ই সরকারের প্রতি নিঃশব্দ আনুগত্য বজায় রেখেছিল, যাতে দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধে কিছুটা সুরক্ষা পায়। সম্প্রতি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে দ্রুজ সম্প্রদায়ের লোকজন জানান, তারা শুধু শারীরিক হামলার আশঙ্কা করছেন না, বরং নতুন সরকারের কাছ থেকে সুরক্ষা না পাওয়ার ভয়ও তাদের তাড়া করছে। গত কয়েক মাসে আলাউইত সম্প্রদায়ের (শিয়া ইসলামের আরেকটি শাখা) শত শত মানুষও নিহত হয়েছেন।