ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫

মাদক বিক্রেতার কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০১:৪৯ এএম

বরিশালের গৌরনদীতে ৩০০ গ্রাম গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদ- দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের সাব-ইন্সপেক্টর মো. ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী পৌরসভার হরিসেনা এলাকা থেকে শাহীন তালুকদার (৩৫) নামের এক ব্যক্তিকে ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। শাহীন ওই এলাকার আনোয়ার হোসেন তালুকদারের ছেলে।

পরে তাকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত শাহীন তালুকদারকে এক বছরের কারাদ- দেন। দ-প্রাপ্তকে বিকেলে গৌরনদী মডেল থানার পুলিশের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।